Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ওসমানীনগর উপজেলার পটভূমি

সাধারন তথ্যাবলীঃ ওসমানীনগনর উপজেলা কুশিয়ারা নদীর তীরে সিলেট জেলার দক্ষিন-পশ্চিমে অবস্থিত। উত্তরে সিলেট সদর উপজেলা, দক্ষিনে মৌলভীবাজার জেলা সদর, পূর্বে বালাগঞ্জ ও দক্ষিন সুরমা উপজেলা, পশ্চিমে বিশ্বনাথ এবং জগন্নাথপুর উপজেলা অবস্থিত।ওসমানীনগর উপজেলায় প্রায় ২৪.৩৬ এবং ২৪.৪৭ অক্ষাংশ ৯১.৩৮ এবং ৯১.৫৬ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত।সিলেট জেলা হতে উপজেলার দুরত্ব ২০কিঃ মিঃ এর মোট আয়তন ২২৪.৫৪ বর্গ কিলোমিটার, এবং মোট লোকসংখ্যা ২,৩০,৪৬৭ জন।


ওসমানীনগর উপজেলার উৎপত্তিঃ ০১/০৫/১৯৯৬ তারিখে বালাগঞ্জ থানার অধিনে প্রথম ওসমানীনগর থানা তথ্য কেন্দ্র চালু করা হয় এবং ২৩/০৩/২০০১ তারিখে ওসমানীনগর একটি সতন্ত্র থানা হিসেবে প্রতিষ্টা লাভ করে। ০২/০৬/২০১৪ তারিখে নিকারের ১০৯তম সভায় সিলেট জেলার ওসমানীনগর থানাকে ওসমানীনগর উপজেলায় উন্নীতকরণ করা হয়। ১৩/০৭/২০১৫ তারিখে জনাব মোহাম্মদ শওকত আলী ওসমানীনগর উপজেলার প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।


ওসমানীনগর উপজেলার নামকরণের ইতিহাসঃ মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল মোঃ আতাউল গণি ওসমানী’র পৈতৃক নিবাস এই উপজেলার দয়ামীর ইউনিয়নে অবস্থিত। মহান ব্যক্তিত্বের অধিকারী জেনারেল এম এ জি ওসমানী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও পরে গণতান্ত্রিক আন্দোলনে বিশেষ অবদান রাখেন। ইষ্ট পাকিসত্মান রাইফেলস এর প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধে সশস্ত্রবাহিনী, মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দেশকে শত্রম্নমুক্ত করে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে অগ্রণী ভূমিকা পালন করেন। এই মহান ব্যক্তির পৈত্রিক নিবাস এ উপজেলার ঐতিহ্য বহন করে এবং যা এই উপজেলার মানুষের গর্বের প্রতীক হিসেবে বাংলাদেশে প্রথম কোনো মুক্তিযুদ্ধার নামানুসারে ‘‘ওসমানীনগর’’ উপজেলার নামকরণ করা হয়।