যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষ্যে সকাল ১০.৩০ মিনিটে উপজেলার মঙ্গলচণ্ডী নিশিকান্ত মডেল উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আনিছুর রহমান। দিনভোর অনুষ্ঠানের মধ্যে ফাতেহা পাঠ এবং বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানের শেষে ছোট শিশুদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার তুলেদেয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবর্গ সহ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।তাছাড়া বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় সংবাদপত্র সমূহের প্রতিনিধি এবং ওসমানীনগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস